আদিল হোসেন, ভোলা
ভোলায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে অটো ভ্যান ও ফ্যান দিয়েছে রোটারী ক্লাব। সহযোগিতা করেছে রোটারী ক্লাব স্কাইন ঢাকার আয়োজনে ও ১৭ টি ক্লাব।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে ভোলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ফারুক, রোটারি ক্লাব প্যারাগন সভাপতি শেখ সাদী খান, রোটারী ক্লাব গ্রেটার সভাপতি শহীদুল্লাহ কাওসার, রোটারী ক্লাব ধানমন্ডী সেন্ট্রাল সভাপতি আমার উল হক কনক, গ্রেটার সাবেক সভাপতি নাজমুল হোসাইন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাব অপু।
আরও পড়ুন : ফেনীতে স্মার্টকার্ড বিতরণে ৭ লক্ষাধিক টাকা ভাগবাটোয়ারা
শুভেচ্ছা বক্তব্য রোটারী ক্লাব স্কাইলাইন ঢাকার সদস্য মেজবাহ উদ্দিন শিপু, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. কবির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি প্রভাষক খাদিজা আকতার স্বপ্না।
এর আগে এ স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ করে ক্লাবটি।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড