শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের শ্রীবরদীতে সেফটি ট্যাংক নির্মাণ করতে গিয়ে মাটি চাপা পড়ে লোকমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) রাতে শহরের সাতানি শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লোকমান উপজেলার আবুয়ারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত লোকমান কৃষি কাজ ও মাঝেমধ্যে মাটি কাটার কাজ এবং বিভিন্ন শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। শুক্রবার রাতে শ্রীবরদী বাজারের সাতানি শান্তিবাগ এলাকার বাসিন্দা পল্লী বিদ্যুতের লাইনম্যান মাসুদের বাড়িতে সেফটি ট্যাংক নির্মাণের কাজ করছিলেন।
এ সময় সেফটি ট্যাংকের ২০ ফুট নিচে ইটের গাঁথুনি করার সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে। এতে লোকমান মাটি চাপায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দীর্ঘক্ষণ চেষ্টার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড