কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে কাষ্টমসের ওপর হামলার চেষ্টা চালিয়ে নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ির চালান ফের ছিনিয়ে নিয়েছে কালোবাজারী চক্র। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতের এ ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর থানায় জিডি (সাধারন ডায়েরি) করা হয়েছে।
কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের পক্ষ হতে তাহিরপুরের পুরানখালাস গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা শতাধিক ব্যাক্তির বিরুদ্ধে জিডি করা হয়।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের দায়িত্বশীল সুত্র জানায়, নকল ব্যান্ড রোল যুক্ত ৪ লাখ শলাকা দয়াল বিড়ির একটি চালান সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে ৬ সদস্যের টিম তাহিরপুরের শ্রীপুর বাজার নৌকা ঘাট হতে আটক করেন বৃহস্পতিবার দুপুরের দিকে।
এরপর ওই চালানাটি নিয়ে ফেরার পথে উপজেলার বালিয়াঘাট নতুন বাজার ও বিজিবি ক্যাম্পের নিকটে কালোবাজারী চক্রের সদস্যরা কাস্টমস টিমের সদস্যদের ওপর হামলার চেষ্টা চালিয়ে ১ লাখ ৬০ হাজার শলাকা বিড়ি ফের ছিনিয়ে নিয়ে চলে যায়।
তাৎক্ষণিকভাবে হামলাকারীদের হাত হতে আত্বরক্ষায় কাষ্টমস টিমের সদস্যরা ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির বালিয়াঘাট বিওপিতে আশ্রয় নেন।
শুক্রবার রাতে কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত থানায় জিডি করা হলেও কাষ্টমসের টিমের সদস্যদের ওপর হামলার চেষ্টা, সরকারী কাজে বাধা দান ,ছিনিয়ে নেয়া বিড়ি উদ্ধার ও নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি বাজারজাত করনে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড