হোসেন মেহেদী, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদরাসা শিক্ষার্থীদের রাজনৈতিক সহিংসতা থেকে দূরে রাখতে জরুরি সভা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পুলিশ, উপজেলা প্রশাসন, বিভিন্ন মাদরাসা-মক্তবের শিক্ষক, আলেম-ওলামা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
সভায় মাদরাসার ছাত্রদের বিভ্রান্তিমূলক রাজনৈতিক কর্মকাণ্ড অথবা ধ্বংসাত্মক কার্যক্রমে জড়িত হয়ে পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষতি না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এছাড়া জুমার খুতবায় স্ব স্ব এলাকার মসজিদে সঠিক ইসলামি ব্যাখ্যার পাশাপাশি রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলার তাগিদ দেওয়ার অনুরোধ জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিতু, থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, চেয়ারম্যানদের মধ্যে বাজালিয়ার তাপস দত্ত, পুরানগড়ের মাহাবুবুল হক সিকদার, এওচিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, কেঁওচিয়ার মনির আহমদ, কালিয়াইশের হাফেজ আহমদ, আমিলাইশের এইচএম হানিফ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সহকারী পরিচালক আব্দুল মজিদ প্রমুখ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড