আরিফ সবুজ, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রাস্তায় স্ট্রোক করে তারেক আজিজ রবিন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাটের পূর্ব চরবাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক ৭ নম্বর পূর্ব চরবাটার হাজীপুর গ্রামের চাঁন মিয়াজিগো বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে স্থানীয় সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, রবিন সকালে ঘর থেকে নাশতা করে রাস্তায় আসে। তারপর হঠাৎ রাস্তার মধ্যেই স্ট্রোক করে সে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন : চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার আসরের নামাজের পরে রবিনের জানাজা ছমিরহাট বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ওডি/আইএইচএন
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড