ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর)
মাদারীপুর জেলার শিবচরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে শিবচর থানা পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে শিবচর পৌর এলাকায় জনসমাগম রোধে মাইকিং করে পুলিশ। এ সময় মাস্ক ব্যবহার করতে সাধারণ মানুষদের পরামর্শ ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করেন।
শিবচর পৌর এলাকায় মাস্ক বিতরণ করেন পুলিশ সদস্যরা।
এদিকে উপজেলার বাংলাবাজার ঘাটে পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবহনের বিষয়টি মনিটরিং করে শিবচর থানা পুলিশ।
আরও পড়ুন : প্রতিবন্ধী সন্তানদের নিয়ে আহমদের ...
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিবচরে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা শিবচর পৌর বাজার, বাংলাবাজার ঘাটসহ জনবহুল এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। মাস্ক বিতরণ করছি। এছাড়া করোনার ঝুঁকি এড়াতে উপজেলার বাজারগুলোতে নির্ধারিত সময়সীমা বেধে দেয়া হয়েছে। সন্ধ্যা সাতটার পর বাজারের দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ইতোমধ্যেই দেয়া হয়েছে।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড