এম. ইদ্রিছ আলী, ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছায় বিজয় সাহা নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে (১ এপ্রিল) শহরের জমিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় আরও তিন কিশোর আহত হয়।
নিহত বিজয় শহরের তামাক পট্টি এলাকার লিটন সাহার ছেলে। সে নবারুন বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শহরের ছাপ্পান্ন প্রহর মাঠে ৭ দিনব্যাপী নামলিলা কীর্তন চলছিল। বৃহস্পতিবার ছিল এর শেষ দিন। এদিন সন্ধ্যায় কীর্তন মাঠের পাশেই সড়কে মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেওয়া নিয়ে কয়েক যুবকের সঙ্গে কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত পৌনে ১২টার দিকে কয়েকজন যুবক এসে বিজয় সাহাকে ধাওয়া দিয়ে জমিদার বাড়ির সংলগ্ন স্বপ্নকুঁড়ির প্রতিবন্ধী স্কুলের গলির ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে গলায় ও বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ সময় আবির, অর্পণ ও দীপ্ত নামের আরও তিন কিশোর আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, তুচ্ছ ঘটনায় বিজয় সাহাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড