হুমায়ুন কবির, কুড়িগ্রাম
কুড়িগ্রামের চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২ এপ্রিল) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু। এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গয়ছল হক মন্ডল, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮ মার্চ রাত ১০টায় ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চিলমারীর কড়াই বরিশাল চরে অবস্থিত চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আমিনুল ইসলাম কাজী, আঙ্গুর মিয়া, সাদাকাত হোসেনসহ কয়েকশ’ মানুষ। এসময় অফিসে অবস্থান করা চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিল, আকবর আলী, রফিক মিয়া, চান মিয়া ও রফিকুল ইসলামসহ ৬জনকে মারপিট করে রক্তাক্ত জখম করে। অফিস ভাঙচুর করে ৪ লক্ষ ৮ হাজার টাকার ক্ষতিসাধন করে আসামিরা জামায়াতে ইসলামের নামে শ্লোগান দিয়ে অস্ত্র উঁচিয়ে চলে যায়।
আরও পড়ুন : প্রতিবন্ধী সন্তানদের নিয়ে আহমদের ...
এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখসহ চিলমারী মডেল থানায় মামলা করা হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানানো হয়। সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
ওডি/এএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড