ফারুক রাজ, কলারোয়া (সাতক্ষীরা)
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
পৌরসভার নব নির্বাচিত মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সাধারণ ওয়ার্ডের ৯জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৩জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে অনিয়মের অভিযোগে আদালতে মামলা দায়ের করায় শপথ গ্রহণের জটিলতা সৃষ্টি হয়। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইসির নির্দেশনায় বৃহস্পতিবার শপথ গ্রহণের মধ্য দিয়ে কলারোয়া পৌরসভা নির্বাচনের সেই জটিলতা অবসান ঘটল।
ওডি/জেআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড