সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
মুখে মাস্ক ব্যবহার না করে চলাফেরা করায় কিশোরগঞ্জের হোসেনপুরে ১০ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে পৌর এলাকার হাসপাতাল মোড়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মুখে মাস্ক না থাকায় ১০ পথচারীকে এক হাজার ৪শ টাকা জরিমানা করা হয়। এ কাজে সহযোগিতা করেন হোসেনপুর থানার পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক মুখে মাস্ক না থাকায় এ জরিমানা আদায় করা হয়েছে। এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এছাড়াও অভিযান চলাকালে তিনি নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন৷ সেই সাথে সাধারণ লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেছেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড