আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারী পৌর বাজারে অভিযান চালিয়ে কেয়া কনজুমার ব্র্যান্ডের ভেজাল ১২০ প্যাকেট আঁখের চিনি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আমির গ্রুপের কেয়া ব্রান্ডের খাঁটি দেশী আঁখের চিনি নাম ব্যবহার করে রং ও কেমিক্যাল মিশ্রিত সাদা চিনি বিক্রি করা হচ্ছে এক ভোক্তার এমন অভিযোগের ভিত্তিতে হাটহাজারী পৌর বাজারে চৌধুরী ষ্টোর নামে এক মুদির দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে ভেজাল চিনির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কেয়া ব্রান্ডের ১২০ প্যাকেট ভেজাল চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এ বিষয়ে জানান, আমির গ্রুপের কেয়া ব্র্যান্ডের একটি কোম্পানির সাদা চিনিকে রং ও কেমিক্যাল দিয়ে ব্রাউন কালার করে খাঁটি আঁখের চিনি বলে বাজারে বিক্রি করছে এক ভোক্তার এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। প্যাকেট করা আঁখের চিনিকে পরীক্ষা করলে চিনিগুলো আসলে ভেজাল তার সত্যতা পাওয়া যায়। এসময় কেয়া ব্রান্ডের ১২০ প্যাকেট ভেজাল চিনি জব্দ করা হয়। তবে এ ঘটনায় দোকানীর কোন দোষ নেই।
তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে কিছু অসাধু কোম্পানি এবং ব্যবসায়ী এ ধরণের ভেজাল পণ্য বাজারজাত করার জন্য সক্রিয় থাকে। তাই ব্যবসায়ীদের প্রতি অনুরোধ সৎ ও মানবিক হয়ে ব্যবসা করুন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড