এম মোবারক হোসাইন, পঞ্চগড়
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ডলি (৩৫) নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওমর আলী নামে এক ইউপি চেয়ারম্যান।
মঙ্গলবার (০৯ মার্চ) ১১ টার সময় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সিএন্ডবি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ডলি আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের কাঠালী গ্রামের হেলাল উদ্দীনের স্ত্রী। অন্যদিকে আহত ওমর আলী একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের দায়িত্বরত চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলীসহ মোটরসাইকেলে ডলি নামের ওই মহিলা জেলা শহরের দিকে আসছিলেন। সিএন্ডবি মোড় এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে সজোরে ধাক্কা দেয়। ডলি সড়কে ছিটকে পড়ে এবং ট্রাকের একটি চাকা তার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তারা কেন শহরের দিকে আসছিলেন তা জানা যায়নি।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড