• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষিঋণ দিতে টাকা দাবি, ভুয়া ব্যাংক কর্মকর্তা আটক

  সারাদেশ ডেস্ক

০৯ মার্চ ২০২১, ০৮:৪৪
আটক ভুয়া ব্যাংক কর্মকর্তা
আটক ভুয়া ব্যাংক কর্মকর্তা সুজন মিয়া। (ছবি: সংগৃহীত)

ময়মনসিংহের গৌরীপুরে কৃষিঋণ দেওয়ার কথা বলে টাকা দাবি করায় সুজন মিয়া (৩৬) নামে এক ভুয়া ব্যাংক কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।

সোমবার (৮ মার্চ) বিকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরণ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিসমত বড়বাধ গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি নিজেকে কৃষি ব্যাংকের কর্মকর্তা বলে দাবি করেন।

স্থানীয়রা জানান, সুজন মিয়া নিজেকে কৃষি ব্যাংকের কর্মকর্তা দাবি করে ওই এলাকার ইদ্রিস সরকারের বাড়িতে গিয়ে ঋণ দেওয়ার কথা বলে টাকা দাবি করে। তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে বেঁধে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সুজন মিয়াকে আটক করে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘প্রতারক সুজন মিয়ার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওডি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড