সুবল রায়, দিনাজপুর
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির প্রবেশপথ উন্মুক্ত রাখাসহ বেতন বোনাস পরিশোধ, গ্রেপ্তারকৃত ৫ শ্রমিকের মুক্তি ও মামলা প্রত্যাহারে দাবিতে খনির কাজ বন্ধ রেখেছে শ্রমিকরা। সোমবার (৮ মার্চ) ফুলবাড়ী শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন তারা।
পরে সংবাদ সম্মেলনে এসব দাবী বাস্তবায়নের মধ্য দিয়ে কয়লা খনিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবী জানান শ্রমিক নেতারা। শ্রমিকরা জানান, খনির প্রধান গেট খুলে দেওয়াসহ সকল শ্রমিককে কাজে যোগদানের সুযোগ সৃষ্টি না হলে তারা কাজে যোগ দিবেন না।
আট মাস ধরে খনি অভ্যন্তরে থাকা ৬ শতাধিক শ্রমিক গতকাল রবিবার রাতে খনি থেকে গেটের বাইরে বেরিয়ে আসলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিরুদ্ধে মামলা দেয় খনি কর্তৃপক্ষ।
রাতেই পুলিশ সংশ্লিষ্ট শ্রমিকদের বাড়ী বাড়ী অভিযান চালিয়ে রবিউল, ডালিম, জীবন, ইব্রাহিম এবং জাহিদ নামের ৫ শ্রমিককে গ্রেপ্তার করেছে পার্বতীপুর থানা পুলিশ। পুলিশি বাধায় খনি এলাকায় সভা সমাবেশ করতে না পারায় সোমবার সকাল ১১টার ফুলবাড়ী শহরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। খনিতে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়েছে তারা। এর আগে পরিস্থিতির ব্যাখ্যা দিতে ফুলবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে কয়লা খনি শ্রমিকরা।
করোনার বিস্তার রোধে লক ডাউনের কারণে খনি অভ্যন্তরে দীর্ঘ আট মাস ধরে এক প্রকার অবরুদ্ধ অবস্থায় অমানবিক পরিস্থিতিতে কয়লা উত্তোলনে বাধ্য করা হচ্ছিল তাদের। দীর্ঘ ওই সময়ের মধ্যে খনির বাইরে বের হওয়াতো দুরের কথা পরিবার পরিজনের সাথে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয়নি তাদের।
আরও পড়ুন : আস্ত্র হাতে ভাইরাল সেই এমপিকে দুদকের তলব
এদিকে পরিস্থিতি সামাল দিতে খনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশী শ্রমিকরা কয়লা উত্তোলন কাজ বন্ধ রাখলেও সীমিত পরিমাণে কয়লা উত্তোলন অব্যাহত রেখেছে চীনা শ্রমিকরা।
ওডি/এইইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড