আনোয়ার পারভেজ, নাটোর
নাটোরে ইদ্রিস আলী (৫০) নামে এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এমবিবিএস ডিগ্রী না থাকা সত্ত্বেও ইদ্রিস আলী ডাক্তার পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। এছাড়া তিনি ইলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট ফার্মেসি নামে একটি লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার খুলে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।
রবিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সিপিসি-২ র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার দরাপপুর বাজারের ইলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট ফার্মেসী নামে লাইসেন্স বিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. ইদ্রিস আলীকে আটক করে। দণ্ডপ্রাপ্ত ইদ্রিস আলী ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত অফেরউল্লার ছেলে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড