রিয়াদ ইসলাম, ঈশ্বরদী (পাবনা)
ঈশ্বরদীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল যাত্রী সেবা খাতুন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুকন্যা সুমাইয়া (৬) ও ছেলে সাব্বির হোসেন (২৫)।
শনিবার (৬ মার্চ) দুপুরে পাকশী-পাবনা আঞ্চলিক সড়কের সাহাপুর মসজিদ মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর থেকে সাব্বির হোসন তার মোটরসাইকেলের পেছনে মা ও বোনকে নিয়ে সাহাপুরের নতুনহাটে মামাবাড়ি বেড়াতে আসছিলেন। সাব্বির হোসেন মোটরসাইকেলের চালক ছিলেন। দুপুর ১২ টায় মোটরসাইকেলটি সাহাপুর মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা ইটবোঝাই একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা সেবা খাতুনের মাথা থেতলে ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড