কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)
কাপ্তাই উপজেলার সেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুলের যুব কাফেলার পক্ষ হতে অসহায় শিক্ষার্থী সুপ্রিয় চাকমাকে (২২) অনুদান দিয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকাল ১১ টায় কাপ্তাই রিভার ভিউ পার্কে সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে নগদ এ আর্থ প্রদান করা হয়।
অসুস্থ সুপ্রিয় চাকমার পক্ষে তার ছোট ভাই শান্ত চাকমা ও দিপেস চাকমা অনুদান গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই হিলফুল ফুযুল যুব কাফেলা কাপ্তাই সভাপতি আসিফুল ইসলাম, সহ সভাপতি নুর রাইয়্যান সাদ, সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন কার্যকরী সদস্য তপসি চাকমা ও মো. মোশারফ হোসেন রাকিবসহ প্রমুখ।
সুপ্রিয় চাকমা রাঙ্গামাটি জেলার জুরাছড়ি বনযোগীছড়া এলাকার বাসিন্দা। তার চোখের টিউমার অপারেশনের জন্য এই অনুদান দেয়া হয়।
আরও পড়ুন : নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
হিলফুল ফুযুল যুব কাফেলা সভাপতি মো. আসিফুল ইসলাম বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে সাহায্যদান করলে একটি মেধাবী শিক্ষার্থী তার নতুন জীবন ফিরে পাবে। ইতি পূর্বে অত্র সংগঠনের পক্ষ হতে এলাকার একটি অসহায় মেয়ের চোখের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় বলে উল্লেখ করেন তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড