আরিফ সবুজ, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১শত ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত জেসমিন আক্তার (৩২) উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ির আনোয়ারুল আজিজ শাকিলের স্ত্রী।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলার রাজিবপুর গ্রামের ডাক্তার ইকবাল বাহার চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১শ ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড