মো. হুমায়ূন, কুড়িগ্রাম
কুড়িগ্রামে জাল সনদে নতুন ভোটার হওয়ার চেষ্টা করায় আব্দুর রাজ্জাক (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, কুড়িগ্রাম পৌরসভা এলাকায় চর হরিকেশ গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের পুত্র আব্দুর রাজ্জাক গত ১৬ ফেব্রুয়ারি অনলাইনে ভোটার হওয়ার আবেদন করে। বৃহস্পতিবার দুপুরে ওই যুবকের জেএসসি সনদের মূল কপি যাচাইকালে তার নাম ও জন্ম তারিখ স্ক্যান করে পরিবর্তন করার সত্যতা পাওয়া যায়। সে ছেলে হয়েও ২০১৪ সালে ত্রিমোহণী জুনিয়র গার্লস হাই স্কুল থেকে ৮ম শ্রেণি পাশের জাল সনদ জমা দেয়। সনদের সত্যতা না পাওয়ায় আব্দুর রাজ্জাককে কুড়িগ্রাম সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে আব্দুর রাজ্জাক জানান, আমার মোটর ড্রাইভিং লাইসেন্সের জন্য ৮ম শ্রেণি পাশ দরকার। না বুঝে অন্যের প্ররোচনায় কাজটি করেছি। এ জন্য আমি অনুতপ্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, জাল সনদে ভোটার হওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড