কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি)
রাঙামাটির কাপ্তাই শিলছড়ি নামক এলাকায় মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরির দায়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩মার্চ) সকাল ১১টায় আটকদের রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার (২ মার্চ) বিকাল ৫টায় ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার মুরাদনগরের জয়নাল আবেদিনের ছেলে মো. শফিক (২৪), কুমিল্লার মুরাদনগরের নায়েব আলীর ছেলে মো. সালাউদ্দীন (২৮), রাউজানের গহিরার বেধারসদয়ের ছেলে মো. সালাউদ্দীন (২৮), নোয়াখালীর হাতিয়ার মেহরানের ছেলে মো. রুবেল (২৬), ফেনীর ছাগলনাইয়ার শফিকুল ইসলামের ছেলে মো. ইমরান (২১), বাঁশখালীর প্রেমবাজারের সমর আলীর ছেলে মো. ইউনুস (২৮), লোহাগড়ার বলাওজানের মৃত হাকিম আলীর ছেলে এম এ তাহের (৩০) এবং কুমিল্লার কোতোয়ালীর মৃত নুরুল ইসলামের ছেলে মো. রাহাত আহম্মেদ (২৫)।
আটক সালাউদ্দিন দীর্ঘ তিন বছর পূর্বে আরও একবার এভাবে চুরি করে।
আরও পড়ুন : কর্ণফুলী ড্রাইডক মেনে নিলো স্থানীয়দের দাবি
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, রবি অপারেটর স্টিকারযুক্ত পিকআপ ও মোটরসাইকেল নিয়ে শীলছড়ি আসে। পরে রবি টাওয়ারের যন্ত্রাংশ চুরি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ টি আইপিএস ও তামার তার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাপ্তাইয়ে রবি টাওয়ারে চুরি করতে আসা চোর সিন্ডিকেট দলসহ যন্ত্রাংশ আটক।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড