রিয়াদ হোসাইন, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় সাম্মী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাম্মী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় সবজি কান্দি গ্রামের মোহাম্মদ মামুন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, নিহত সাম্মি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে ফরাজি কান্দি গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসে। পরে বাড়ির পাশে খেলতে গিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে বাউশিয়া পাখির মোড় এলাকায় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশে সহযোগিতায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এই বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো.সালাউদ্দিন জানান, খেলাধুলা শেষে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সাম্মি নামে শিশুটি মারা যায়। মরদেহ রাস্তায় পরে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে লাশ উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। যানবাহনটি আটক করা সম্ভব হয়নি। তবে সিসি ফুটেজ বিশ্লেষণ করে যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড