এস এম ইউসুফ আলী, ফেনী
ফেনীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (১ মার্চ) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. মাইন উদ্দিন (২২)। সে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি গ্রামের বৌদ্ধ বাড়ির রবিউল হকের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় নিউ হক রেস্টুরেন্টের সামনে থেকে দৌড়ে পালানের সময় তাকে আটক করা হয়। পরে তার পরনে থাকা জিনসের প্যান্টের পকেট থাকা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড