হুমায়ুণ কাবীর সূর্য
সারাদেশের মত কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মৃত্যবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ পালিত হয়েছে।
সোমবার (১ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় জেলার ২৭ জন কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবারকে সাথে নিয়ে মৃত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে পুলিশ লাইন্সের ফোর্সেস মেসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দায়িত্ব পালনকালীন মৃত পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান ও সদর থানার ওসি শাহরিয়ার রহমান প্রমুখ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড