সারাদেশ ডেস্ক
ঠাকুরগাঁওয়ে মায়ের গায়ে হাত তোলার অভিযোগে এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এই দণ্ড দেন। সাজাপ্রাপ্ত ওই যুবক ঠাকুরগাঁও পৌরসভার শান্তিনগর এলাকার মৃত মশিউর রহমানের ছেলে মো. সুজন (২৫)। তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকাসক্ত হয়ে ওই যুবক তার মায়ের ওপর অত্যাচার চালাতেন। আজ সে নিজ বাসায় মাদক সেবন করে আবারও মায়ের গায়ে হাত তোলে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করে। এখানে সে মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড