সারাদেশ ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় ১২ ঘণ্টা ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাত জন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ও শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামনগর ও বানিয়ারছড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
চিরিংগাস্থ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ইসলামনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী হাইয়েস বাসের সঙ্গে কক্সবাজার অভিমুখী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। তারা হলেন- চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মুজিবুর রহমান (৩০) ও ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২৫)।
এ সময় আহত হন আরও সাতজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বানিয়ারছড়ায় একটি দ্রুতগামী মিনিট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়ার সামশুল আলম (৩০)।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড