সারাদেশ ডেস্ক
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে স্থানীয় মহাদেব গাছতলা কীর্তনকে কেন্দ্র করে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে একই জায়গায় একই সময়ে কীর্তন করতে চাচ্ছেন। এ নিয়ে গত কয়েকদিন যাবৎ গ্রামে উত্তেজনা বিরাজ করছে। দু’পক্ষের মাঝে সাংঘর্ষিক অবস্থার কারণে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত স্থানীয় মহাদেব গাছতলার ৪০০ গজের মধ্যে চলাফেরা, সমাবেশ, কীর্তনসহ কোনও কিছু করা যাবে না।
শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, গত কয়েক দিন যাবৎ ওই এলাকায় উত্তেজনা চলছিল। রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ওই এলাকায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড