তানভীর আহমেদ হীরা, জামালপুর
জামালপুরে সরকারি আইন সহায়তা কার্যক্রম গতিশীল ও গণমুখী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) বিকালে জামালপুর জেলা জজ আদালতের মিলনায়তনে জেলা লিগ্যাল এইডের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় লিগ্যাল এইড কমিটির অফিসার সিনিয়র সহকারি জজ, মো. ইকবাল মাহমুদের সঞ্চালনায় সিনিয়র জেলা জজ ও দায়রা জাজ, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়াম্যান মো. জুলফিকার আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত সিভিল সার্জন, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সরকারি আইনি সহায়তা প্রদান করতে হবে। যে সকল উপজেলায় কমিটি নেই, নতুন কমিটি করে তৃণমূলে বিরোধ নিষ্পত্তি এবং অল্প খরচে সরকারি আইন সহায়তা নিশ্চিত করতে হবে। লিগ্যাল এইড সম্পর্কে সকল তথ্য সাধারণ মানুষকে জানাতে হবে, তবেই এর সঠিক ফল পাওয়া যাবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড