আবুল কাশেম, কুতুবদিয়া (কক্সবাজার)
বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বড়ঘোপ টিএন্ডটি অফিস সংলগ্ন পাঠাগার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি শফিউল আলম কুতুবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া-মহেষখালীর সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এ.এম জহিরুল হায়াত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, কুতুবদিয়া থানার (ওসি) মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুছফা বি.কম, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রমিজ আহমদ কুতুবী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বিগত জোট সরকার ধর্ম নিয়ে রাজনীতি করার পরও তারা এ দ্বীপের কোন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের কাজ করেনি। কিন্তু শেখ হাসিনার সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে এক চোখে দেখে। দ্বীপাঞ্চলের সকল প্রতিষ্ঠানে নতুন ভবন, গাইডওয়াল, মাঠ ভরাট থেকে শুরু করে সব কাজ করে যাচ্ছে এ সরকার।
এর আগে সংসদ সদস্য কুতুব আওলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড