রফিক, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদী থেকে সাগর মিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাঘাটা ইউনিয়নের সাঘাটা গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু নিজ বাড়ি থেকে তিন আগে নিখোঁজ হয়েছিল। সে ওই গ্রামের আব্দুর রহমান ওরফে শফিকুল ইসলাম শফির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাঘাটা থানার পুলিশ পরিদর্শক(এসআই) গোলাম মোস্তফা।
তিনি বলেন, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সাগর। পরদিন সাঘাটা থানায় একটি জিডি করে শিশুটির বাবা।
এদিকে স্থানীয়রা, বুধবার সকালে বাড়ির পাশে যমুনা নদীর কিনারে শিশু সাগরের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু সাগর খেলতে গিয়ে কোন এক সময় নদীতে পড়ে পানির নিচে ডুবে যায়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড