মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীতে প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রেমিক সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কালীগঞ্জে প্রাণ আরএফএল ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বিকালে ওই যুবক-যুবতি ঘোড়াশাল রেলস্টেশনে ঘুরতে আসলে সেখানে তাদের মধ্যে মনমালিন্য হয়। মনোমালিন্যের এক পর্যায়ে প্রেমিকা নিতু আত্মহত্যা করতে রেললাইনে গিয়ে দাঁড়ায়। এ সময় পিছন থেকে ঢাকাগামী এগারোসিন্ধু ট্রেনটি দ্রুত গতিতে আসতে দেখে প্রেমিক সাইফুল ইসলাম দৌড়ে তার প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় আহত হয় প্রেমিকা নিতু। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এছাড়া আহত নিতুকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে ও জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড