সারাদেশ ডেস্ক
সিলেট রেঞ্জব্যাপী চলমান ১০ দিনের অভিযানের অংশ হিসেবে গত ৪ দিনের রুটিন অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে ৩টি চোরাইকৃত গাড়ি, মোটরসাইকেল, ইয়াবা, বিদেশি মদসহ গাঁজা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
তিনি জানান, গত ১৯ তারিখ রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে শ্রীমঙ্গলের মাইজদিহিতে অভিযান চালনো হয়। অভিযান শেষে ৩টি চোরাই গাড়ি জব্দ সহ ৪ জন আসামিকে আটক করা হয়।
আসামিরা হলেন- একই উপজেলার হাজীপুরের জাহিদ হাসান জিতু (২৭), লামুয়া এলাকার জসিম মিয়া (৩৩), ভাড়াভিম এলাকার সাইদুল ইসলাম (২৫), লামুয়া এলাকার লিটন মিয়া (৩০)।
এর দুইদিন পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবিএম মুজাহিদুল ইসলাম জেলায় সদর উপজেলার শ্যামলী আবাসিক এলাকা থেকে একটি চোরাই গাড়ি উদ্ধার করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার- হাসান মোহাম্মদ নাসের রিকাবদার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর-রাজনগর সার্কেল) জিয়াউর রহমান জিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবিএম মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড