রফিক, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কুদ্দুস মিয়া (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের মৃত দিয়ানত উল্লাহ ব্যাপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কুদ্দুস মিয়া বাইসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ঝিনিয়ার বাজার যাচ্ছিলেন। ঝিনিয়া বাজার এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেলসহ রাস্তায় পড়ে যান তিনি। পরে ট্রাক্টরটি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড