মোহাম্মদ রফিক, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটায় ভরতখালী সড়কে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মতিয়ার (২৫) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভরতখালী-গাইবান্ধা সড়কের ভাঙ্গারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান বাদিয়াখালি ইউনিয়নের রিফায়েতপুর মাঠপাড়া গ্রামের ছকু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মতিয়ার রহমান বালু নেওয়ার জন্য ট্রাক্টর (কাকড়া) নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তিনি তার সহযোগীকে ট্রাক্টর (কাকড়া) চালাতে দেন। এসময় ভরতখালী-গাইবান্ধা সড়কের ভাঙ্গারমোড় এলাকায় আসলে হঠাৎ ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় মতিয়ার ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড