খান রফিক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল সহযোগিতায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন।
উপজেলার রহমতপুর আলী মার্কেট প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম। এতে অংশগ্রহণ করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার- মো. মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন জোবায়েদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকবর কবির প্রমুখ।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আলী মার্কেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ চত্তরে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড