শাকিল মুরাদ, শেরপুর
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত মাস্ক পরেন, তাই আপনারাও নিয়মিত মাস্ক পরুন। মাস্ক শুধু করোনার জন্য না ধুলাবালি থেকেও রক্ষা পাওয়া যায়। তাতে ঠাণ্ডা জনিত রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিরতণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হিরাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : লালমনিরহাটে মিলল পুলিশের হারিয়ে যাওয়া গুলি ও ম্যাগাজিন
এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১হাজার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড