আব্দুস সালাম বাবু, বগুড়া
জনসম্মুখে অবৈধ অস্ত্র প্রদর্শন করে আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামে এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বগুড়ার গাবতলী থানা পুলিশ। ঐ ব্যক্তিকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) লাল মিয়া জানান, স্থানীয় বাজারে শাহীনের সকাল- সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। সেখানে সে সুদের ব্যবসা করতো। সুদের ব্যবসা করা অন্য এক সমিতির সাথে শাহীনের টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হয়। তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে জনসম্মুখে পিস্তল বের করে শাহীন।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ সোমবার রাতে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে গাবতলী থানায়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড