নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার হারুর মিয়ার স্ত্রী মোছা. তাছলিমা (৩৫) ও নরসিংদীর প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে মো. কাজল মিয়া (৪৫)।
জানা যায়, সোমবার বিকালে নরসিংদী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় তিন কেজি গাঁজাসহ তারা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড