গোলাম মোস্তফা মুন্না, যশোর
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, হাইকোর্টের আদেশে যশোর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই যশোর পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি হচ্ছে না। আলোচনার মাধ্যমে আগামী মাসের শেষের দিকে যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে পুরাতন তফসিলে নির্বাচন হবে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) যশোর সার্কিট হাউজে যশোর ও ঝিনাইদহ জেলার পৌরসভা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৪-২৬ ফেব্রুয়ারি সাধারণ ভোটারদের দেখানো হবে ইভিএম পদ্ধতির কীভাবে ভোট দিতে হয়।
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, যশোর জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, সদরের নির্বাচন অফিসার আব্দুর রশীদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেশবপুর পৌরনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, নির্বাচনে ৬০ শতাংশের বেশি মানুষ ভোট দিচ্ছে। মিডিয়াতে বলা হয়, কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়, নারীরা দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে নারীরা কেন্দ্রে গিয়ে ভোট দেয়। ফলে নির্বাচন সঠিকভাবে প্রতিযোগিতামূলক হচ্ছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড