খান রফিক, বরিশাল
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের মামুন মাতব্বর (২২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. কালাম। নিহত মামুন মাতব্বর জেলার গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের সেকান্দার মাতব্বরের ছেলে।
মামুনের চাচা মতলেব মাতব্বর বলেন, রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ডিস লাইনের কাজ করতে পার্শ্ববর্তী মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় যায় মামুন। সেখানে সে বিদ্যুতায়িত হলে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় রাতেই শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোরে মামুনের মৃত্যু হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড