সারাদেশ ডেস্ক
নীলফামারীতে আব্দুল হালিম (৫৫) নামে এক ইজিবাইক-চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের চাপড়াসরমজামী ইউনিয়নের ইটাপীড় ব্রিজ সংলগ্ন স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের লতিফচাপড়া কোরানীপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
চাপড়াসরমজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত আব্দুল হালিম। প্রতিদিনের মতন রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ইজিবাইক নিয়ে বের হলে রাতে বাড়িতে না ফেরায় খুঁজতে শুরু করেন তার স্বজনরা।
সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ইটাপীড় ব্রিজ সংলগ্ন সড়কের ধারে তার রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। চালকের লাশ উদ্ধার হলেও ইজিবাইকটি পাওয়া যায়নি। এ ঘটনায় ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চালক আব্দুল হালিমকে হত্যা করা হতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনের কাজ চলছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড