সুমন খান, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগুনে পুড়ে ঘুমিয়ে থাকা মা ও দুই ছেলে অগ্নিদগ্ধ হয়েছেন।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
আহতরা হলেন- ওই এলাকার মৃত জবেদ আলীর স্ত্রী হাজেরা বেগম (৪৫), ছেলে আল আমিন (১৫) ও হিমেল (৯)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে মা ও দুই ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল আমিন সরকার বলেন, রবিবার রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পরেন মা ও ছেলে। এ সময় চুলার আগুন থেকে পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। এতে দুইটি ঘর পুড়ে যায়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড