মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীতে দিনা হাসান নামে তিন সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে নরসিংদীর মাধবদীতে কাশিপুর এলাকায় মো. মফিজুল ইসলামের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দিনা হাসান মাধবদীর কাশিপুরের বাসিন্দা সাংবাদিক ও ছড়াকার এমদাদুল ইসলাম খোকনের বড় ভাইয়ের মেয়ে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিয়ে এলাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল মাধবদী পৌর মেয়র পরিদর্শন করেছেন।
বর্তমানে নিহতের স্বামী মো. নাসিম আহম্মেদ পলাতক রয়েছেন।
এদিকে ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আরও পড়ুন : বাংলা শব্দের বিশাল তথ্যভাণ্ডারের ডিজিটাল অ্যাপ উন্মুক্ত
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রাতেই আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করি। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, তবে এ ঘটনায় মাধবদী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড