মো. আরফাত হোসাইন, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে আরহাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত আরহাম একই উপজেলার উরকিরচর ইউনিয়নের হাড়পাড়া গ্রামের মো. জসিম উদ্দিন ছেলে।
স্থানীয়রা জানান, নানার বাড়িতে বেড়াতে এসে আরহাম খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। কোন একসময় পুকুরে পড়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই শিশুরা মারা গেছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড