সারাদেশ ডেস্ক
ফেনীর সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের সদস্য ফরহাদ উদ্দিনের নেতৃত্বে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত স্কুলছাত্রী সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
রবিবার (২১ ফেব্রুয়ারি) স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। গত শনিবার সকাল ৮টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরি সড়কের জামে মসজিদের সামনে অপহরণের এ ঘটনা ঘটে।
বাদী জানান, সোনাগাজী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের লস্কর ব্যাপাার বাড়ির জসিম উদ্দিনের বখাটে ছেলে ফরহাদ তার মেয়েকে দীর্ঘ দিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। এর মধ্যে শনিবার সকাল ৮টার দিকে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা ফরহাদের নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী তাকে সিএনজি অটোরিকশাযোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, পুলিশ তদন্ত করে অপহৃতকে উদ্ধারের ব্যাপারে কাজ করছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড