রিয়াদ হোসাইন, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে অজ্ঞাত এক গাড়ির চাপায় মো. তরিকুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল কুমিল্লার হোমনা উপজেলার নীল শিকারি এলাকার নুরুল ইসলামের ছেলে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম জানান, নিহত তরিকুল ইসলাম এবং তার বোনের স্বামী জিয়াউল হক কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। জিয়াউল হক মোটরসাইকেল চালাচ্ছিলেন। পিছনে বসে ছিলেন নিহত তরিকুল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের মোটরসাইকেলটি মেঘনা সেতুর উপরে উঠলে চট্টগ্রামমুখী অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়।
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় ৩ দিনের উদ্যোক্তা মেলা শুরু
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দু’জন। এসময় ঘটনাস্থলেই মারা যায় তরিকুল। তবে সুস্থ রয়েছেন তরিকুলের বোনজামাই জিয়াউল হক। নিহতের মরদেহটি উদ্ধার করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড