কামরুল ইসলাম, চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে দশটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. হাবিব (২০) গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব চন্দনাইশ মহাজনপাড়া এলাকার মো. আনোয়ারুল ইসলামের ছেলে।
স্থানীয় মহিলা কাউন্সিলর হাছনারা বেগম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দৈনিক অধিকারকে জানান, গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়। এসময় সেই সেন্টারে দু’পক্ষের সংঘর্ষ চলে। পরে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, গত ১৪ ফেব্রুয়ারি গুরুতর আহত অবস্থায় হাবিব নামে একজনকে চমেকে ভর্তি করা হয়। রবিবার সকাল পৌনে দশটায় হাবিবের মৃত্যু হয়। তার লাশ বর্তমানে মর্গে আছে। আগামীকাল (সোমবার) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় ৩ দিনের উদ্যোক্তা মেলা শুরু
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনও মামলা হয়নি। পরিবারের কেউ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড