আফসার খাঁন, কালিয়াকৈর
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেছেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য, স্বাধীনতার জন্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র ভাষা রক্ষার জন্য অনেক কমিটি হয়েছিল, সভা হয়েছিল। ১৯৪৮সালে ১১ মার্চ রাষ্ট্র ভাষা বাংলা রক্ষার জন্য সর্বপ্রথম বঙ্গবন্ধুই গ্রেপ্তার হয়েছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালিয়াকৈর উপজেলা হল রুমে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্ব চিত্রাঙ্কন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সাহাবুদ্দিনসহ আরও অনেকে।
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় ৩ দিনের উদ্যোক্তা মেলা শুরু
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেন, ভাষা আন্দোলনে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা আমাদের কাছে আছে। তবে সেই তালিকা সারা বাংলাদেশ ভিত্তিক নেই। যা আছে তা ২৬ মার্চ প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড