মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে গভীর শ্রদ্ধাভরে ভাষা শহীদের প্রতি স্বরণ করা হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ফুল দিয়ে শুদ্ধা নিবেদন করেন।
পরে পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জেলা পরিষদ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুন্সীগঞ্জ পৌর মেয়র, জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারী অরাজনৈকিত সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড