রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে আহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বোরহানের ভাই ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এর আগে শুক্রবার বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারের তরকারি বাজারের সামনে দু-গ্রুপের সংঘর্ষ চলাকালে সংঘর্ষের চিত্রধারনের সময় গুলিবিদ্ধ হয় সাংবাদিক মুজাক্কির। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শনিবার রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়।
নিহত বোরহান উদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি এবং কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের বাসিন্দা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড