শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরে র্যাব ১৪ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬৭৭ কেজি অবৈধ পলিথিন জব্দ এবং এরশাদ আলী নামে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুর শহরের নয়ানিবাজারে ওই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নয়ানি বাজার সোহান স্টোরে সন্ধ্যায় যৌথ অভিযান চালায় র্যাব ও পরিবেশ অধিদপ্তর। এসময় অবৈধ ৬শ ৭৭ কেজি পলিথিন জব্দ করে এবং এরশাদ ও প্রদীপ নামে দুইজনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে জরিমানার পর আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং ২০১০) এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে।
অভিযানে শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, পরিদর্শক নয়ন কুমার রায়, র্যাব ১৪ এর অধিনায়ক সবুজ রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড